**ব্রাজিল: ৩, আর্জেন্টিনা: ৪ – রোমাঞ্চকর ম্যাচে আর্জেন্টিনার জয়**


স্পোর্টস ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে এবারও শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না ব্রাজিলের। রাউন্ড অব সিক্সটিনে আর্জেন্টিনার বিদায়ের পর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলো লাতিন আমেরিকার বাকি দুই দল ব্রাজিল ও কলম্বিয়াও।

উত্তর কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের পরাজয়ে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ১১তম আসরে যাত্রা শেষ করলো ব্রাজিল। লাতিন আমেরিকার দেশগুলোর জন্য এই বিশ্বকাপ যেন এক হতাশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।


গত দশটি আসরের মধ্যে একবারও ফাইনালে পৌঁছাতে পারেনি লাতিন দেশগুলো। সবচেয়ে সফল ব্রাজিল ২০০৬ সালে তৃতীয় স্থান অর্জন করেছিল, কিন্তু এবার তাদের যাত্রা থামলো কোয়ার্টার ফাইনালেই। স্বাগতিক কলম্বিয়া টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হেরে বিদায় নেয়, যেখানে আর্জেন্টিনা শেষ ষোলোতেই জার্মানির কাছে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল।

ব্রাজিল বিদায় নিলেও তাদের পারফরম্যান্স একেবারে খারাপ ছিল না। ৫৩ শতাংশ সময় বলের দখল রাখার পাশাপাশি ১০টি শট নেয়, যার ২টি লক্ষ্য বরাবর ছিল। তবে আক্রমণে দাপট ছিল উত্তর কোরিয়ার, যারা ১৭টি শট নিয়ে ৪টি সঠিক লক্ষ্যে রাখে। আরো জানতে..... 

Post a Comment

Previous Post Next Post