ওবায়দুল কাদের, নানক ও হারুনের বিরুদ্ধে গ্রেফতারের প্রস্তুতি: তথ্য

 

"ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক ও মোহাম্মদ হারুন অর রশীদ: ফাইল ছবি"


র‌্যাবের বক্তব্য: তথ্য পেলেই গ্রেফতার হবে ওবায়দুল কাদের, নানক ও হারুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদকে গ্রেফতার করার ব্যাপারে তথ্য পেলেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র‌্যাব।

রোববার (৬ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন।

তিনি বলেন, র‌্যাব ইতিমধ্যে অনেক প্রভাবশালী ব্যক্তিকে গ্রেফতার করেছে, তবে ওবায়দুল কাদের, নানক ও হারুনের মতো বিতর্কিত ব্যক্তিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিষয়ে তদন্ত চলছে এবং তথ্য পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, ৫ আগস্টের পর র‌্যাব এক হাজার ৭০ জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে ৩৯ জন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা। পাশাপাশি অস্ত্রহাতে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, র‌্যাব সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং যদি কেউ তথ্য প্রদান করেন, তবে তা গুরুত্ব সহকারে নেওয়া হবে।

পুলিশের ৯০ জনের বেশি কর্মকর্তা এজাহারভুক্ত আসামি হলেও র‌্যাবের কোনও সদস্য পালিয়ে যায়নি। র‌্যাব ছাত্র-জনতার আন্দোলনের সময় কখনও গুলি ব্যবহার করেনি এবং সবসময় জনগণের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছে।


Post a Comment

Previous Post Next Post